নিচের অপশন গুলা দেখুন
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- মাইকেল মধুসূদন দত্ত
- সত্যেন সেন
- মধুসূদন মজুমদার
বাংলাদেশের বাংলা সাহিত্যে সত্যেন সেনই প্রথম ব্যক্তিত্ব যিনি বাইবেলের কোনো কাহিনীকে আশ্রয় করে উপন্যাস রচনা করেছেন।
- বাইবেলের \'বুক অব দ্যা প্রফেট: যেরেমিয়া খন্ড\' অবলম্বনে \'অভিশপ্ত নগরী\' (১৯৬৭) উপন্যাস রচনা করেন।
- অভিশপ্ত নগরীর দ্বিতীয় খণ্ড হিসাবে পরিকল্পিত \'পাপের সন্তান\' (১৯৬৯) শুধু সত্যেন সেনের নয়, বাংলা সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- পাপের সন্তান - উপন্যাসের জন্য লেখক আদমজি পুরস্কার লাভ করেন।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর