সঠিক উত্তর হচ্ছে: করতোয়া
ব্যাখ্যা: ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে\n,হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে\n,সিকিমের পর্বত থেকে উৎপন্ন হয়ে করতোয়া নদী পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে\n [তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং মুক্ত বিশ্বকোষ]