সঠিক উত্তর হচ্ছে: হিতকরী
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেন \'আজিজন্নেহার\'(১৮৭৪) ও হিতকরী (১৮৯০) পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া তিনি সংবাদ প্রভাকর (১৮৩১) ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) পত্রিকায় মফস্বল সাংবাদিকের দায়িত্ব পালন করেন। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা লেখকঃ সৌমিত্র শেখর ]