রেজিস্টর শব্দের অর্থ হচ্ছে রোধক। সাধারণত রোধযুক্ত যেকোন ইলেক্ট্রিক বা ইলেকট্রনিক উপাদানকে রোধক বলা যায়। তবে বিশেষভাবে বলতে গেলে, রোধক হচ্ছে বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত এমন কিছু উপাদান, যেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মানের রোধ বজায় রাখা হয় (যেমন- ১০ ওহম, ২০ ওহম ইত্যাদি), যার দ্বারা উপাদানটি একটি নির্দিষ্ট মানের সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। মূলত তড়িৎ বর্তনীর বিভিন্ন স্থানে তড়িৎ প্রবাহকে সীমিত করতে এবং তদুপরি অন্যান্য বিভিন্ন উপাদানকে অতিরিক্ত প্রবাহজনিত ক্ষয় হতে রক্ষা করতে রোধক ব্যবহার করা হয়।