সঠিক উত্তর হচ্ছে: বান্দুং সম্মেলন
ব্যাখ্যা: ১৯৫৫ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার বান্দুং এ অনুষ্ঠিত বান্দুং কনফারেন্স ছিল ন্যামের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ মাইলফলক।২৯টি দেশের প্রতিনিধি একটি সম্মেলনে মিলিত হয়ে একটি \"জোট নিরপেক্ষ আন্দোলন\" গঠনের চেষ্টা চালায়। যার ফলাফলে ন্যাম গঠিত হয়। এর সাধারণ সম্পাদক নিকোলাস মাদুরো।( Source- britannica)