সঠিক উত্তর হচ্ছে: বিকৃত
ব্যাখ্যা: আপনাশে মহাভারতীয় আর্যভাষা পালি প্রাকৃষ্ণের শেষ স্তর। অাণ্য বা \'অপন্য শব্দ থেকে এর নামকরণ হয়েছে বলে মনে করা হয়। অপভ্রংশ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় পানির মহাভাষ্যে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত এ প্রশ্নে পতঞ্জলি সংস্কৃত থেকে উদ্ভূত কিন্তু শিষ্ট ভাষায় অচল এমন শব্দ (অপশব্দ) বোঝাতে অপভ্রংশ শব্দটি ব্যবহার করেছেন।\nতথ্যসূত্রঃ বাংলা অভিধান