সঠিক উত্তর হচ্ছে: জীবন-বন্দনা
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত পঙক্তিটি কাজী নজরূল ইসলাম রচিত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘সাম্যবাদী’ কবিতার অংশ। এ কাব্যে তিনি বিপ্লবাত্মক বক্তব্য দিয়েছেন কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানবিকতা নিয়ে । এ গ্রন্থের উর্লেখযোগ্য কবিতা: সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, বারাঙ্গনা, কুল-মজুর।