সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৭
ব্যাখ্যা: জাতিসংঘ আন্তর্জাতিক নদী আইন প্রণয়ন করে ২১ মে, ১৯৯৭ সালে। এই আইনে একাধিক দেশের মধ্যে প্রবাহিত নদীসমূহ ব্যবহারে যাতে অন্য দেশের ক্ষতি না হয়, সে সম্পর্কিত বিধান ও অফহিকারের কথা বলা হয়েছে। এই আইনটি কার্যকর হয় ২০১৪ সালে। তবে এপর্যন্ত মাত্র ৩৮ টি দেশ এই আইন অনুমোদন করেছে। [তথ্যসূত্রঃ legal.un.org এর Audiovisual Library of International Law]