নিচের অপশন গুলা দেখুন
- ০.৩-০.৫ মিলিগ্রাম/ডেসিলিটার
- ০.৫-০.৯ মিলিগ্রাম/ডেসিলিটার
- ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার
- ০.২-০.৩ মিলিগ্রাম/ডেসিলিটার
যকৃতের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য ব্যাধিলক্ষন জন্ডিস বা কামলা বা পান্ডুরােগ।
রক্তে অতিরিক্ত বিলিরুবিন জমা হইয়া জন্ডিস রােগের সৃষ্ট হয়।
রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার।
এ মাত্রা ২ মিলিগ্রামের উপরে উঠলে চোখের সাদা অংশ হলুদ রং হয়। প্রস্রাবের রং হলুদ হয়।