সঠিক উত্তর হচ্ছে: ১৫
ব্যাখ্যা: বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে খাত ভিত্তিক ৩ টি বৃহৎ খাতে (সেবা, কৃষি ও শিল্প) ভাগ করা হয়েছে। সার্বিকভাবে বাংলাদেশের জিডিপি ১৫ টি খাত নিয়ে গঠিত। এই ১৫ টি খাতের মধ্যে আবার ৬ টি খাতের উপখাত রয়েছে। এই ১৫ টি খাত বৃহৎ ৩ টি খাতের অন্তর্ভূক্ত।]
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।