সঠিক উত্তর হচ্ছে: বরগুনা
ব্যাখ্যা: হাজারো বৃক্ষের সবুজের মাঝে হরেক রকমের পাখপাখালির কলকাকলিতে মুখর চারপাশ। মাঝে মাঝেই হরিণের চলাফেরা চোখে পড়ে আর বনমোরগের ডাক ভেসে আসে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বনে হেঁটে চলার জন্য তৈরি করা হয়েছে পথ। সাগরের কোল ঘেঁষে এমন এক চমৎকার বন দাঁড়িয়ে আছে বরগুনা জেলার পাথরঘাটায়। হরিণঘাটা বননানা বয়সের পর্যটকদের উপচে পড়া ভিড় বরগুনার পাথরঘাটার লালদিয়া হরিণঘাটা পর্যটন কেন্দ্রে। শীত আসার সঙ্গে সঙ্গে যেমন পর্যটকদের ভীর জমতে শুরু করে পর্যটন কেন্দে তেমনি শীত শীতের পরেও দুর দুরান্ত থেকে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীর যমাচ্ছে । বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে শুরু করেছে এই প্রকৃতির সৌন্দর্য্যের এই অপরুপ লীলাভূমিতে। বনের বনাঞ্চল সবুজে ঘেরা, নানা রকম পাখির কন্ঠের আওয়াজ পর্যটকদের মুগ্ধ করে।