সঠিক উত্তর হচ্ছে: ৮
ব্যাখ্যা: বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়। নিচের তালিকা দেখুন\nআট বিট = ১ বাইট,\n\n১০২৪ বাইট= ১ কিলোবাইট,\n\n১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট,\n\n১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট,\n\n১০২৪ গিগাবাইট=১ টেরাবাইট।\n\nবাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড, ১৯৫৬ সালের জুলাই মাসে। তিনি তখন আইবিএম ৭০৩০ কম্পিউটারের নকশা প্রণয়নের সাথে জড়িত ছিলেন।l\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]