সঠিক উত্তর হচ্ছে: ৯ জুন ১৮৯৮
ব্যাখ্যা: ১৮৯৮ সালে ব্রিটিশ সরকার চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এর বিষয়বস্তু হলঃ\n- হংকং, কৌলুন ও ‘নতুন অঞ্চলসমূহ’— কৌলুন উপ-দ্বীপের বাকি অংশ, বাউন্ডারি স্ট্রিটের উত্তরাংশ, শাম চুন নদী পর্যন্ত অঞ্চল এবং দূরবর্তী আরও ২০০টির মতো দ্বীপ ইজারা নেয়ার। \n- হংকংয়ের ব্রিটিশ গভর্নররা পূর্ণাঙ্গ মালিকানা দাবি করলেও এবং চীন-জাপান যুদ্ধের মাধ্যমে দুর্বলতর হওয়া সত্ত্বেও, চীন কেবল ৯৯ বছরের জন্য ব্রিটেনের কাছে হংকং দ্বীপটি ইজারা দিতে সম্মত হয়।