সঠিক উত্তর হচ্ছে: অপাদান কারক
ব্যাখ্যা: যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারনত হতে থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।যেমন,- জমি থেকে ফসল পাই।- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]