ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nপাখি সাধারণত বিদ্যুৎবাহী একটি তারে দুই পা স্পর্শ করে বসে। এতে বর্তনী সম্পূর্ণ না হওয়ায় পাখিটি বিদ্যুৎস্পৃষ্ট হয় না। কিন্তু পাখিটি একটি তারে বসে অন্য তারের সংস্পর্শে এলে বা পাখিটির সাথে মাটির কোন সংযােগ হলে বর্তনী সম্পন্ন হবে এবং পাখিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।