সঠিক উত্তর হচ্ছে: অপ্রধান সমাস
ব্যাখ্যা: নিত্যসমাসঃ যে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য নির্ণয় করা যায়না, অন্য পদের সাহায্য নিয়ে ব্যাসবাক্য গঠিত হয় তাকে নিত্যসমাস বলে। যেমন – দেশান্তর = অন্য দেশ, দর্শনমাত্র = কেবল দর্শন, জলমাত্র = কেবল জল , গ্রামান্তর = অন্য গ্রাম