সঠিক উত্তর হচ্ছে: রং, চাঁদ, দুঃখ
ব্যাখ্যা: ং,ঃ,ঁ- এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।\n[তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, -ড.হায়াৎ মামুদ]