নিচের অপশন গুলা দেখুন
- IFC
- IDA
- IBRD
- MIGA
IDA এর পূর্ণরূপ International Development Association। IDA - কে বিশ্বব্যাংকের ঋণ প্রদানের প্রধান হাত বা Original Lending Arm - বলা হয়। বিশ্বব্যাংক গ্রুপের সদস্য এই আর্থিক প্রতিষ্ঠানটি বিশ্বের দরিদ্রতম দেশগুলো থেকে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা দূরীকরণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচীগুলোতে ঋণ ও অনুদান প্রদান করে থাকে।
স্নায়ুযুদ্ধের শুরুতে ১৯৫০ এর দশকে দরিদ্র্য দেশগুলোকে সোভিয়েত ব্লকে যোগদান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সাথে জাতিসংঘ মিলে একটি সহজ শর্তে ও দীর্ঘমেয়াদে ঋণ দেওয়ার আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। ১৯৫৮ সালে বিশ্বব্যাংকের অধীনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীতা বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ১৯৫৯ সালে Articles of Agreement for IDA তৈরি করা হয় এবং বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্ণস্ ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ কর্তৃক অনুমোদিত হয়। পরের বছর IDA আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।