সঠিক উত্তর হচ্ছে: অ/আ + অ/আ = আ
ব্যাখ্যা: আশা+অতীত = আশাতীত
এটি স্বরদন্ধির উদাহরণ-
সূত্র: অ/আ + অ/আ = আ।
অনুরূপ ভাবে,
সূত্র: অ/আ + অ/আ = আ।
যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত
সূত্র: উ/উ + উ/ঊ = উ।
যেমন – মরু + উদ্যান = মরূদ্যান
সূত্র: ও + অন্য স্বর = অবৃ + স্বর।
যেমন – গাে+আদি = গবাদি
সূত্র: ঔ + অন্য স্বর = আবৃ + স্বর।
যেমন – নৌ + ইক = নাবিক
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।