সঠিক উত্তর হচ্ছে: ডােবেরিনার
ব্যাখ্যা: ইয়োহান ভলফগাং ডোবেরেইনার (১৩ ডিসেম্বর, ১৭৮০ – ২৪ মার্চ, ১৮৪৯) হলেন একজন জার্মান রসায়নবিদ, যিনি তাঁর পর্যায় সারণির ত্রয়ী সূত্র প্রদান এবং সর্বপ্রথম লাইটার (যা ডোবেরেইন\'স ল্যাম্প নামে পরিচিত) আবিষ্কারের জন্য বিখ্যাত।