সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: \'আমি অনাহারী\' কাব্যগ্রন্থের রচয়িতা- শামসুর রাহমান। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আদিগন্ত নগ্ন পদধ্বনি, এক ধরনের অহংকার, শূন্যতার শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, মে অন্ধ সুন্দরী কাঁদে, এক ফোঁটা কেমন অনল, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, অবিরল জলাভূমি, বুক তাঁর বাংলাদেশের হৃদয়, খন্ডিত গৌরব, হরিণের হাড়, আকাশ আসবে নেমে, উজাড় বাগানে, হেমন্ত সন্ধ্যায় কিছুকাল, সৌন্দর্য আমার ঘরে, স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি, শনি হৃদয়ের ধ্বনি, হৃদপদ্মে জ্যোস্না দোলে, ভষ্মস্তূপে গোলাপের হাসি, ভাঙাচোরা চাঁদ মুখ কালো করে ধুকছে, গন্তব্য নাই বা থাকুক, কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে, গোরস্থানে কোকিলের করুণ আহবান, অন্ধকার থেকে আলোয়, না বাস্তব না দুঃস্বপ্ন ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।