সঠিক উত্তর হচ্ছে: ইস্তাম্বুল, তুরস্ক
ব্যাখ্যা: D - 8 এর পূর্ণরুপ Developing 8 বা উন্নয়নাশীল - ৮ । এটি একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ ৮টি। যথা - তুরঙ্ক, ইরান, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালেয়েশিয়া। এর সদর দপ্তর তুরঙ্কের ইস্তানবুলে অবস্থিত । প্রতি ২ বছর পর পর এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।