সঠিক উত্তর হচ্ছে: জন ডাল্টন
ব্যাখ্যা: পারমাণবিক ভর হলো কোন মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর। পারমাণবিক ভরকে অনেকসময় একীভূত পারমাণবিক ভর একক হিসেবেও প্রকাশ করা হয়। জন ডাল্টন হলেন পারমানবিক ভর বা ওজন ধারনার প্রবর্তকও তিনি। ডাল্টন বা সমন্বিত পারমাণবিক ভর একক ভর পরিমাপের বিশেষ একটি একক, রসায়ন ও পদার্থবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। সাধারণত রাসায়নিক বন্ধনে আবদ্ধ নয়, স্থিতাবস্থায় এরূপ একটি কার্বন-১২ পরমাণুর ভরের ১/১২ অংশকে বলা হয় এক ডাল্টন। জন ডাল্টন এর নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে।\n \nকিছু গুরুত্তপুর্ণ তথ্যেঃ\n- পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন রাদারফোর্ড\n- জৈব রসায়নের জনক ফ্রেডারিক উহলার\n- পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বের করেন বেকেরেল\n- তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা সর্বপ্রথম প্রদান করেন আরহেনিয়াস\n- সর্বপ্রথম বিবর্তনের ধারণা দেন চার্লস ডারউইন\n- তাপ এক ধরনের শক্তি এটা কে সর্বপ্রথম প্রমান করেন \'কাউন্ট রামফোর্ড\'