সঠিক উত্তর হচ্ছে: তেলেভাজা
ব্যাখ্যা: অলুক তৎপুরুষ সমাস : কিছু কিছু তৎপুরুষ সমাসে বিভক্তি লােপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন ,
গায়ে পড়া = গায়েপড়া।
তেলে ভাজা = তেলেভাজা।
কলে ছাঁটা = কলে ছাঁট।
কলের গান= কলেরগান।
গোরুর গাড়ি =গোরুরগাড়ি ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।