সঠিক উত্তর হচ্ছে: পল্লীসমাজ
ব্যাখ্যা: - রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে বিনোদিনী, মহেন্দ্র ও আশালতা - এই তিন চরিত্রের ত্রিভুজ প্রেমের গল্প আছে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল - এই তিন চরিত্রের ত্রিভুজ প্রেমের গল্প আছে।
এবং
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে মহিম, সুরেশ ও অচলার ত্রিভুজ প্রেমের গল্প আছে।
অন্যদিকে,
- পল্লী সমাজে রমেশ ও রমার সামাজিক সম্পর্ক আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও সংশ্লিষ্ট উপন্যাসগুলো।