সঠিক উত্তর হচ্ছে: 20.0
ব্যাখ্যা: প্রথম ৬ টি সংখ্যার সমষ্টি = ৬×৪০= ২৪০\nশেষ ৬টি সংখ্যার সমষ্টি = ৬×৩০ = ১৮০\nএখানে, পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা উভয় সমষ্টির মধ্যই রয়েছে।\nধরি, পঞ্চম ও ষষ্ঠ সংখ্যাদ্বয় যথাক্রমে ক ও খ\nপ্রশ্নমতে,\n২৪০-(ক+খ)+১৮০-(ক+খ)+(ক+খ) = ৪০০\nবা, ৪২০-(ক+খ) = ৪০০\nবা ক+খ = ৪২০-৪০০\nসুতরাং ক+খ = ২০