সঠিক উত্তর হচ্ছে: শুক্রবার
ব্যাখ্যা: ২৮ ই আগষ্ট থেকে ২রা অক্টোবর পর্যন্ত দিনের পার্থক্য ৪+৩০+২ = ৩৬ দিন কে ৭ দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ ১ থাকে। ? প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকলে বারগুলো একই হয়। তাই শুক্রবার দিয়ে শুরু হওয়ায় শেষ হবে শুক্রবার দিয়ে। [নোট- যে কোন দিনের পার্থক্য বের করার পর ৭ দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ ১ আসে তাহলে শুরুর দিন এবং শেষের দিন একই হবে। যেমন: ৭ দিয়ে ৮, ১৫ , ২৯ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে তাই এই বারগুলো একই হয়।]