নিচের অপশন গুলা দেখুন
- ওয়াটারলুর যুদ্ধ
- শতবর্ষী যুদ্ধ
- ক্রিমিয়ার যুদ্ধ
- প্রথম বিশ্বযুদ্ধ
শতবর্ষী যুদ্ধ (Hundred Years’ War):
ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে চতুর্দশ ও পঞ্চদশ শতকে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। ঐতিহাসিকগণ এই যুদ্ধের নাম দিয়েছেন “শতবর্ষী যুদ্ধ” (Hundred Years’ War)।
➣ যুদ্ধের বিবরণ -
⤇ যুদ্ধ সংঘটনকাল -- ২৪ মে, ১৩৩৭ - ১৯ অক্টোবর, ১৪৫৩ খ্রিস্টাব্দ।
⤇ বিজয়ী - ফ্রান্স।
⤇ ১৩২৮ সালে ফ্রান্সের রাজা চতুর্থ চার্লস মারা যান। তার কোন ছেলে বা ভাই ছিল না। ফলে ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই সময় চার্লসের বোনের ছেলে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন দাবি করেন। ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকারী নিয়েই দুই দেশের মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।
⤇ ফ্রান্সের নারী সেনাপতি “জোয়ান অব আর্ক” (Joan of Arc) কয়েকটি যুদ্ধে বীরত্ব দেখান। তিনি ১৪২৯ সালে ইংল্যান্ডের দখল থেকে ফ্রান্সের “ওরিল্যান্স” উদ্ধার করেন।
উৎসঃ HelloBCS content (Upcoming)