সঠিক উত্তর হচ্ছে: ১৯৫১ সালে
ব্যাখ্যা: National Register of Citizens_______________
\n\n? পূর্ণরূপ— National Register of Citizens.
\n? ভারতের আসাম রাজ্যে চূড়ান্ত নাগরিকপঞ্জি ঘোষণা করা হয়— ৩১ আগস্ট,২০১৯ খ্রিস্টাব্দে
\n? তালিকা থেকে বাদ পড়েন— ১৯,০৬,৬৫৭ জন। স্থান পায়— ১৯.৬ কোটি।
\n? বাদ পড়া কোন নাগরিক ফরেনার্স ট্রাইব্যুনাল, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের আপীল নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে বিদেশি বলে গণ্য হবেন। তাদের প্রমাণ করতে হবে তাঁরা ১৯৭১ সালের ২৪ মার্চের পূর্বে ছিলেন।
\n? আসাম প্রথম NRC প্রকাশ করে— ১৯৫১ সালে।