সঠিক উত্তর হচ্ছে: রূপান্তরিত শিলা
ব্যাখ্যা: এই পাথর এক ধরনের রূপান্তরিত শিলা। আগ্নেয় পাললিক শিলা অনেক তাপ ও চাপে নতুন যে শিলার গঠন করে, তাকেই বলে রূপান্তরিত শিলা। একই রকম রূপান্তরিত শিলার আরেকটি উদাহরণ হলো স্লেট। মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট।