সঠিক উত্তর হচ্ছে: মীর্জা গোলাম পীর
ব্যাখ্যা: জানা যায়, আঠারো শতকে ঢাকার \'মহল্লা আলে আবু সাঈয়ীদ\'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়।