সঠিক উত্তর হচ্ছে: কবি কাহিনী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ \'কবিকাহিনী\' এবং প্রথম প্রকাশিত কাব্য \'বনফুল\'। মাত্র তের বছর বয়সে \"অমৃত বাজার \" পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা \'হিন্দু মেলার উপহার\' (১৮৭৪)। এছাড়াও তার প্রকাশিত প্রথম নাটকঃ \'বাল্মীকি প্রতিভা\' (১৮৮১), উপন্যাসঃ \'বৌঠাকুরানীর হাট\' (১৮৮৩), ছোটগল্পঃ \'ভিখারিনী\' (১৮৭৪), প্রবন্ধঃ \'বিবিধপ্রসংগ\' (১৮৮৩)