সঠিক উত্তর হচ্ছে: বহুব্রীহি
ব্যাখ্যা: চৌচালা-- বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]