সঠিক উত্তর হচ্ছে: ডেনমার্ক
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি। ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী। বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশগুলো হলো- এস্তোনিয়া, ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া,মেক্সিকো, নাইজার, নরওয়ে, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, তিউনিসিয়া, ভিয়েতনাম। [তথ্যসূত্রঃ un.org]