সঠিক উত্তর হচ্ছে: A Grammar of the Bengal Language
ব্যাখ্যা: বাংলাভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা নাথানিয়েল ব্রাশি হেলহেড। তার রচিত “A Grammar of the Bengal Language” গ্রন্থটি ছিলো বাংলা ভাষায় প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত হলেও দৃষ্টান্ত দেবার সময় কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত করা হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।