সঠিক উত্তর হচ্ছে: শব্দ ও ধাতুর মূল
ব্যাখ্যা: শব্দ ও ধাতুর মূলই প্রকৃতি । কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না. তাকে প্রকৃতি বলে। অর্থাৎ যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকেও প্রকৃতি বলা হয় । অতএব বলা যায় যে, ক্রিয়া বা শব্দের মূলই প্রকৃতি।\nপ্রকৃতি দুই প্রকার । যথা-\n১) ধাতু বা ক্রিয়া প্রকৃতি\n২)নাম প্রকৃতি বা প্রাতিপদিক