সঠিক উত্তর হচ্ছে: ন্যাশনাল ইউনিটি সরকার
ব্যাখ্যা: ১ ফ্রেব্রুয়ারি ২০২১ সালে মিয়ানমার সেনা অভ্যুত্থানের মাধ্যমে হওয়া সদস্য ক্ষমতাচ্যুত সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়া সদস্য ১৬ এপ্রিল ২০২১ একটি প্রবাসী সরকার গঠন করে যার নাম National Unity Government বা জাতীয় ঐক্য সরকার। এর নেতৃত্বে রয়েছে অন সান সু চি। সু চি-কে স্টেট কাউন্সেলর রেখে প্রেসিডেন্ট করা হয় উইন মিনতকে। যদিও তারা দুইজনই কারাগারে বন্দি। এ সরকারের প্রধানমন্ত্রী করা হয় মাহন উইন খাইং থানকে,যিনি কারেন জাতিগোষ্ঠির একজন নেতা।