সঠিক উত্তর হচ্ছে: চামেলি হাউস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯২০ সালে স্থাপিত চামেলি বা চামেরি হাউসকে ১৯৮৫ সালের সিরডাপ কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়। সেই থেকে ঢাকার অন্যতম সুন্দর ও মনোরম এই বাড়িটি সিরডাপ কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এটি ঢাবি ছাত্রীদের হোস্টেল হিসেবেও ব্যবহৃত হয়। বর্ধমান হাউস বাংলা একাডেমি হাউসের পূর্বনাম। (সূত্র: সিরডাপ ও বাংলা একাডেমি ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো)