সঠিক উত্তর হচ্ছে: Greta Thunberg
ব্যাখ্যা: Fridays for Future আন্দোলনের সুত্রপাত করেন সুইডেনের ১৬ বছরের কিশোরি গ্রেটা থানবার্# যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। এই আন্দোলনের মূলনীতি হল যে স্কুল থেকে পরিবেশ আগে। ২০১৮ ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ এক গুরুত্ব ভাষন দেন এবং এরপর এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার তার আন্দোলন আরও বেগবান হয় বিশ্বের অনেক দেশে। ২০১৯ সালের ১৫ মার্চ ১১২টি দেশের আনুমানিক ৪০ লক্ষ শিক্ষার্থী তার ডাকে সাড়া দিয়ে জলবায়ু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০১৯ সালের মার্চে নরওয়ের তিন জন সংসদ সদস্য তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে । ২০১৯ সালে Time magazine এর জরীপে, বিশ্বের ১০০ জন খুবই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন হলেন গ্রেটা থুনবার্গ ।