মনিটর : কম্পিউটারের সঙ্গে যুক্ত যে বিদ্যুতিনীয় পর্দায় ছবি, উপাত্ত, লেখা প্রভৃতি দেখা যায়, তাকে কম্পিউটারের মনিটর (Monitor) বলে। সুতরাং, কম্পিউটারের মনিটরের কাজ হচ্ছে বিদ্যুতিনীয় পর্দায় ছবি, উপাত্ত, লেখা প্রভৃতি ব্যবহারকারীকে দেখানো।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।