সঠিক উত্তর হচ্ছে: I.C আবিষ্কারের সময় থেকে
ব্যাখ্যা: সমন্বিত বর্তনী ( Integrated circuit) অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলি আণুবীক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র খন্ড বিশেষ যন্ত্রাংশ হিসেবে উৎপাদন করা হয়। এটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, আইসি বা কম্পিউটার চিপ নামেও পরিচিত। ইলেকট্রনিক্সের শুরু হয় আইসি আবিষ্কারের মাধ্যমে।\n\n