সঠিক উত্তর হচ্ছে: হিন্দি
ব্যাখ্যা: পানি আসলে প্রাকৃত শব্দ, এটি তদ্ভব শব্দ হিসাবে বাংলায় বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। একই প্রাকৃত শব্দ \"পাণিঅ\" থেকে হিন্দি, উর্দু, মারাঠি, গুজরাতি, মৈথিলী ও ওড়িয়া ভাষাতেও পানি শব্দটি প্রবেশ করেছে। পানি-র সাথে আরবি বা ফারসী ভাষার কোন সম্পর্ক নেই।