সঠিক উত্তর হচ্ছে: মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা: গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বীকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কণ উপাধি প্রদান করেন। তার পূর্ণ নাম হচ্ছে কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী। তবে এই রচনাকে কেউ কেউ \' কবিকঙ্কণ চন্ডী\'ও বলেছেন।