ব্যাখ্যা: লুইপা অন্যতম প্রাচীন বাঙালি কবি। তার গুরু ছিলেন শবর পা আর শিষ্যরা ছিলেন দারিক পা ও কুক্কুরীপা। অভিসময়বিভঙ্গ তার রচিত সংস্কৃত গ্রন্থ। \n[তথ্যসূত্রঃ চর্যাগীতিকা, মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।