সঠিক উত্তর হচ্ছে: হাসান আজিজুল হক
ব্যাখ্যা: হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি ১৯৩৯ – ১৫ নভেম্বর ২০২১) একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। \'আগুনপাখি\' তার রচিত প্রথম উপন্যাস। সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,\nআত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, নির্বাচিত গল্প, আমরা অপেক্ষা করছি, রাঢ়বঙ্গের গল্প ইত্যাদি তার রচিত গল্পগ্রন্থ। [তথ্যসূত্রঃ বাংলা সাহিত্য ও জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]