সঠিক উত্তর হচ্ছে: ২০১২
ব্যাখ্যা: হিগস বোসন বা হিগস কণা বা ঈশ্বর কণা (ইংরেজি ভাষায়: Higgs boson বা Higgs particle; God Particle) পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের প্রস্তাবিত মৌলিক কণা। তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ল্যাবে। ২য় ধারণা দেন পিটার হিগজ ১৯৬৪ সালে। এবং এর অস্তিত্ব আবিষ্কার হয় ২০১২সালে।