সঠিক উত্তর হচ্ছে: ধ্বনি পরিবর্তন
ব্যাখ্যা: সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণে। ধ্বনিগত মাধূর্য সম্পাদন, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]