সঠিক উত্তর হচ্ছে: ভণ্ড
ব্যাখ্যা: অকালকুসুম- অসময়ে জাত ফুল, অসম্ভব বস্তু (অকালকুসুম দেশের উৎপাতসূক্সক)\nঅকালপক্ক- ডেঁপো, বয়সের তুলনায় বেশি পাকা; বালক বয়সে বড়দের মত আচরণ (অকালপক্ক ছেলে); সমার্থক বাগধারা- ইঁচড়ে পাকা\nঅকালবর্ষণ- বর্ষাকাল ভিন্ন অন্যসময়ে বৃষ্টি (অকালবর্ষণে চাষের সমূহ ক্ষতি)\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]