সঠিক উত্তর হচ্ছে: ইংল্যান্ড
ব্যাখ্যা: ‘ডিস্কওয়ার্ল্ড’ নামে সুপরিচিত ধারাবাহিকসহ বিজ্ঞানের কল্পকাহিনির লেখক প্র্যাচেটের ৭০টিরও বেশি গ্রন্থ রয়েছে। তিনি তাঁর রচনায় বেপরোয়া বিকল্প বাস্তবতা সৃষ্টি করেছেন, যা পাঠকদের কাছে বাস্তব বলেই মনে হয়। প্রকাশকের মতে, বিশ্বব্যাপী এ পর্যন্ত তাঁর বই বিক্রি হয়েছে সাড়ে আট কোটি কপি। তিনি ১২ই মার্চ, ২০১৫ মৃত্যুবরণ করেন।