কোর- কোর প্রসেসর স্পিড টা কে ত্বরান্বিত করে। যত বেশি কোর থাকবে ততো দ্রুত প্রসেসর কাজগুলো সম্পাদন করতে পারবে। এটি অনেকটা গণিতের চৌবাচ্চার নলের মধ্যে দিয়ে পানি নির্গত হওয়ার সমস্যা গুলোর মতো। অর্থাৎ যত বেশি নল থাকবে, তত দ্রুত চৌবাচ্চা থেকে পানি নিষ্কাশন হয়ে যাবে।